Logo

সারাদেশ

সিলেটে মূত্রনালী অপারেশনের ভয়ে হাসপাতালের ৯ তলা থেকে লাফ দিয়ে যুবক নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২১:৩৯

সিলেটে মূত্রনালী অপারেশনের ভয়ে হাসপাতালের ৯ তলা থেকে লাফ দিয়ে যুবক নিহত

ছবি : বাংলাদেশের খবর

সিলেটে এক রোগী হাসপাতালের ৯ তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় অপারেশনের ভয়ে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, ফয়েজ আহমদ (৩০) নামের রোগী সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তিনি দুই দিন আগে মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার (২৫ আগস্ট) তার মূত্রনালীতে অপারেশন হওয়ার কথা ছিল।

তবে রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালের ৯ তলার সিড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন। পরে তাকে উদ্ধার করে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ফয়েজ আহমদের নিজেকে হত্যা করার কারণ মূলত অপারেশনের ভয় ও মানসিক চাপ।

রেজাউল হক ডালিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর