শ্রেণিকক্ষ, শিক্ষক ও পরিবহন সংকটে নিরসনের দাবিতে ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২১:৪৫
-68ac851627524.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা সোমবার (২৪ আগস্ট) ফের ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে। ইউজিসি থেকে তাদের ২৪ ঘণ্টার আলটিমেটামের কোনো সাড়া না পাওয়ায় তারা রাজপথে নেমেছেন।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ববির মূল গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয় এবং বহু যাত্রী ভোগান্তিতে পড়েন।
এর আগে রোববার শিক্ষার্থীরা একই মহাসড়ক এক ঘণ্টা অবরোধের পর সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে যোগাযোগের আহ্বান জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ইউজিসির প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই বাধ্য হয়ে রাজপথে নেমেছি।’
শিক্ষার্থীদের দাবি, ১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট সমাধান হয়নি। বর্তমানে সাতটি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য অন্তত ৭৫টি কক্ষ প্রয়োজন। কিন্তু বিদ্যমান কক্ষ সংখ্যা মাত্র ৩৬।
কক্ষ সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে পাঠদান করতে হয়। এছাড়া শিক্ষক, আবাসন, পরিবহন ও গ্রন্থাগারের বইয়ের অভাবও প্রকট। শিক্ষার্থীরা প্রতিদিন জীবনঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন।
ববির ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একমত। তবে প্রতিটি কাজের একটি প্রক্রিয়া আছে। নতুন ভবন নির্মাণের জন্য ৩ কোটি ৯ লাখ টাকার ফিজিবিলিটি স্টাডি শিগগিরই শুরু হবে। জমি অধিকরণের বিষয়ে বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। পরিবহন সমস্যার সমাধানের জন্য নতুন অর্থবছরে গাড়ি কেনা হবে।’
এআরএস