Logo

সারাদেশ

কুমিল্লায় পদুয়ারবাজারে নিরাপদ ইউটার্ন নির্মাণ, হোটেল ও পাম্পে থাকবে না কাউন্টার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২১:৫৬

কুমিল্লায় পদুয়ারবাজারে নিরাপদ ইউটার্ন নির্মাণ, হোটেল ও পাম্পে থাকবে না কাউন্টার

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজারে একটি নিরাপদ ও প্রশস্ত ইউটার্ন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউটার্নের বিপরীতে, পল্লী বিদ্যুতের কার্যালয়ের মুখ থেকে সর্বোচ্চ ৫০০ মিটার দূরে নতুন ইউটার্ন স্থাপন করা হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা পুলিশ সুপার, সেনাবাহিনী, সড়ক ও জনপথ, বিআরটিএ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, নতুন ইউটার্নগুলো প্রশস্ত করা হবে এবং একটি করে অতিরিক্ত লেন তৈরি হবে, যাতে যানবাহন সহজে ঘুরে আসতে পারে। এছাড়া মহাসড়কের পাশে হোটেল, রেস্টুরেন্ট ও রিফুয়েলিং স্টেশন থেকে সকল বাস কাউন্টার সরানো হবে। পদুয়ারবাজারের দক্ষিণ পাশের ফুটওভার ব্রিজের নিচ থেকে সব ধরনের স্টপেজ সরানো হবে।

সভায় আরও জানানো হয়েছে, পদুয়ারবাজার ইউলুপের কাজ ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে। সব আপত্তির শুনানি ও ভূমি অধিগ্রহণের কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে।

গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করতে আপত্তি ও পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে। নতুন ইউটার্ন তৈরি না হওয়া পর্যন্ত দয়াপুর ইউটার্ন দিয়ে যান চলাচল চালিয়ে যেতে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার পদুয়ারবাজার ইউটার্নে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর