Logo

সারাদেশ

শেরপুর সীমান্তে পাচারকালে নারী-শিশুসহ আটক ৭

Icon

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২১:৫৭

শেরপুর সীমান্তে পাচারকালে নারী-শিশুসহ আটক ৭

ছবি : বাংলাদেশের খবর

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তপথে ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার নওকুচি কালীমন্দির এলাকার সম্মুখ থেকে ৩৯ বিজিবির নকশী ক্যাম্পের টহল দল এ অভিযান চালায়।

আটককৃতদের মধ্যে মানবপাচারকারী হিসেবে শনাক্ত করা হয়েছে-শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪) এবং একই গ্রামের আসমত আলীর ছেলে রাসেল মিয়াকে (১৮)। তারা ভারত পাচারের উদ্দেশ্যে অন্য পাঁচজনকে সীমান্তে নিয়ে আসে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অন্যরা হলেন-নড়াইল জেলার কালিয়া উপজেলার বোমভাগ গ্রামের মেলদার শেখের ছেলে শামীম শেখ (২৩), একই গ্রামের হায়দার আলীর মেয়ে মোছা. আফসানা (২২), কালিয়ার কুলসুর গ্রামের মৃত মনির হোসেন পাটোয়ারীর মেয়ে রুমা বেগম (৩২), কুলসুর গ্রামের মৃত উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী মিলিনা বিশ্বাস (২৮) এবং তার শিশু সন্তান কাশেম বিশ্বাস (৩)।

বিজিবি জানায়, পাচারকারীরা পরিকল্পিতভাবে নারী ও শিশুসহ কয়েকজনকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • শান্ত শিফাত/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক সীমান্ত বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর