হাসিনা ও রেহানা ৯০ হাজার কোটি টাকা পাচার করেছে : বুলু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২২:০২
-68ac88fdef690.jpg)
ছবি : সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি বরকত উল্লাহ বুলু বলেছেন, ১৯৭৭ সালের পর জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক সুযোগ দিয়েছেন।
তিনি বলেন, সেই জিয়াউর রহমানকে শেখ হাসিনা নানা অপবাদ দিয়েছেন। আজ আওয়ামী লীগের অবস্থার দিকে ইঙ্গিত করে বরকত উল্লাহ বুলু অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার বোন রেহানা ৯০ হাজার কোটি টাকা পাচার করেছে।
তিনি এসব কথা বলেন সোমবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে।
সম্মেলনের সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা বিএনপির আহবায়ক রেজাউল কাইয়ুম। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন।
প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোস্তাক মিয়া, শিল্প বিষয়ক সম্পাদক মো আবুল কালাম, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সফিউল আলম রায়হান।
সম্মেলনে আদর্শ সদর উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা মিছিলসহ অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে জাকারিয়া তাহের সুমন বলেন, ‘গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুমসহ আন্দোলন চালিয়ে গেছেন। তাঁদের ত্যাগ বৃথা যাবে না। কুমিল্লায় তৃণমূলকে শক্তিশালী করেছি। ওয়ার্ড ও ইউনিয়নে সম্মেলন সম্পন্ন করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে।’
প্রধান বক্তা আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘ওয়ার্ড নেতারা বিএনপির মূল চালিকা। ইউনিয়ন নেতারা কমান্ডার। আগামী নির্বাচনে জনগণের মন জয় করে ভোট আদায় করতে হবে। আচরণ ও কর্মশক্তির মাধ্যমে দলের ভাবমূর্তি রক্ষা করতে হবে।’
সম্মেলনের পর কাউন্সিল অধিবেশনে আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।
সোহাগ/এআরএস