---2025-08-26T093540-68ad2b90398b9.jpg)
প্রতীকী ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে সাপের কামড়ে মনি আক্তার নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে কিশোরগাড়ী ইউনিয়নের গনেশপুর বাজার এলাকায় ।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আশরাফুলের মেয়ে মনি আক্তার (১৩) তার উঠানে খেলা খেলছিল। হঠাৎ একটি বিষধর সাপ কামড় দিলে চিৎকার দিয়ে ওখানেই মাটিতে লুটিয়ে পড়ে মনি। তার চিৎকারের মা, বাবাসহ আশপাশের লোকজনের সহায়তায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন কিশোরগাড়ী ইউপি সদস্য মোহাম্মদ এমরান মিয়া।
- আতিকুর রহমান/এমআই