চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ২৯ জেলে আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৯:৪৪
---2025-08-26T094434-68ad2db47abb6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৫টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ২৯ জেলে আটক হয়েছেন।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত বাঁশখালী থানাধীন শেখেরখীল সরকার বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোটগুলোতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের ১০টি ট্রলিং জাল ও ২৯ জন জেলেকে আটক করা হয়।
বাঁশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং বোটে থাকা ১০টি ট্রলিং জাল ধ্বংস করা হয়। এছাড়া, বোটের মালিকদের কাছ থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানা রাজস্ব হিসেবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, ‘মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’
- এমআই