Logo

সারাদেশ

আশুলিয়ায় যুবলীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:২১

আশুলিয়ায় যুবলীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। ছবি : বাংলাদেশের খবর

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হতাহতের মামলায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম (৪২) শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বাইনটেকি এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার এবং ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও তিনি শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানায় পুলিশ।

জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে জয় লাভ করেন এবিএম আজহারুল ইসলাম সুরুজ। এর কিছুদিন পরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিমুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তার নামে বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হবে।

  • হাসান ভুঁইয়া/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ মামলা গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর