আলফাডাঙ্গার সাবেক মেয়রের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১২:১৭
---2025-08-26T121711-68ad517accf82.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে তার স্ত্রী মাকসুদা সুলতানা পপি সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় পৌর এলাকার মিঠাপুর কলেজ রোডে নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাকসুদা সুলতানা পপি সংবাদ সম্মেলনে বলেন, ‘সম্প্রতি কিছু অসাধু চক্র একটি ভুয়া ফেক আইডি ব্যবহার করে আমার স্বামীর বিরুদ্ধে কাল্পনিক ও ভিত্তিহীন মিথ্যা তথ্য ছড়িয়েছে, যার সাথে বাস্তবের কোন মিল নেই।’
তিনি অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে এসব মিথ্যাচার করছে। আমাদের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন করার জন্য বিভ্রান্তি ছড়ানো হলেও তাদের প্রচেষ্টা কখনোই সফল হবে না।
তার স্বামীর বিরুদ্ধে দৃঢ় আস্থা প্রকাশ করে তিনি বলেন, ‘আলী আকসাদ ঝন্টু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, ন্যায়নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন। মেয়র হিসেবে তিনি সব সময় জনকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। কোনও ধরনের দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার কখনো সম্পৃক্ততা ছিল না।’
সংবাদ সম্মেলনে তিনি সাধারণ জনগণকে বলেন, ‘আপনারা এসব মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। স্বামীর প্রতি আপনারা যে আস্থা ও ভালোবাসা দেখাচ্ছেন, সেটি আমাদের পথ চলার প্রেরণা।’
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
- এমআই