বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ কমপ্লেক্সে বৃক্ষ রোপন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৫:৪৫

ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ কমপ্লেক্সে ‘গো গ্রীন, গো বিয়ন্ড’ ৬৪ দিনে ৬৪ জেলায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ষাটগম্বুজ মসজিদের পশ্চিম পাশের ঘোড়া দীঘির পাড়ে জামরুল গাছ লাগিয়ে এই কর্মসূচি শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) এর নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে দেশের ৬৪টি জেলায় বৃক্ষ রোপণ করা হবে। রোপিত গাছের দেখাশোনা করবে গ্রিন মিশন বাংলাদেশ।
টোয়াবের পরিচালক মো. তাসলিম আমিন শোভন বলেন, ‘এই উদ্যোগ দায়িত্বশীল পর্যটনের মানদণ্ড স্থাপন করবে, যা প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।’
টোয়াবের সভাপতি মোহাম্মদ রফিউজ্জামান বলেন, ‘পর্যটন ও স্থায়িত্ব একসাথে চলতে হবে। এই উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবুজ ও দায়িত্বশীল পর্যটনের পথ প্রসারিত হবে।’
৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর ঢাকা বাংলাদেশ-চীন মৈত্রি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫-এ ২০টির বেশি দেশ, ২৫০টিরও বেশি প্রতিষ্ঠান, ২ হাজারের বেশি বাণিজ্যিক প্রতিনিধি এবং ৫০ হাজারের বেশি দর্শনার্থী অংশগ্রহণ করবেন।
শেখ আবু তালেব/এআরএস