ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার কৃষকদের মানববন্ধন-বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৬:২৪
-68ad8b6b1b2d2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁওয়ে ভুট্টা চাষে প্রতারণার শিকার হওয়া কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, মেসার্স ইয়াকুব ট্রেডার্স প্রতিষ্ঠান ভুল মৌসুমে ভুল জাতের বীজ সরবরাহ করে তাদের প্রতারণা করেছে। তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি অসাধু বীজ বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ক্ষতিপূরণ না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
মানববন্ধন শেষে কৃষকরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন এবং জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
কর্মসূচিতে মাদারগঞ্জ, দোগাছী, লাহিরী, গিলাবাড়ি, চিলারং, রোড পল্লী বিদ্যুৎ, সেন্টার-হাটসহ ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার কৃষকরা অংশ নেন।
আবু সালেহ/এআরএস