Logo

সারাদেশ

ফেনী সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৭:০০

ফেনী সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ

ছবি : বাংলাদেশের খবর

ফেনী সীমান্তে অভিযান চালিয়ে ১৪ লাখ ৭ হাজার ৭৪২ টাকার ভারতীয় ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চোরাচালানবিরোধী অভিযানে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দেবপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। দেবপুর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

জব্দকৃত ওষুধের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭ হাজার ৭৪২ টাকা। তবে এই ঘটনায় চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

বিজিবি ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’

এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর