চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, বাবা গুরুতর আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৯:২৪
-68adb57a96d95.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় আল মিরাজ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা তৈয়ব আলী (৪০) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর মোড়ের কাছে পোলের মাঠে এ ঘটনা ঘটে। আহত তৈয়ব আলী বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজন—হাসান আলী বাবু (৪৩) ও রাজীব হাসান রাজু (৩২)—কে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করে।
নিহতের চাচা রাজু হোসেন জানান, দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজ মাঠে পাট শুকাতে গেলে বাবু ও রাজু ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মিরাজ মারা যান।
স্থানীয় ইউপি সদস্য আল বেলাল বলেন, ‘শরিকদের মধ্যে জমি নিয়ে কয়েক মাস ধরে দ্বন্দ্ব চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আজ প্রাণহানির ঘটনা ঘটেছে।’
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
এআরএস