Logo

সারাদেশ

কালীগঞ্জে ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৯:২৭

কালীগঞ্জে ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে হাসিবুল রহমান (৩১) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে নিজ চেম্বার থেকে তাকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। হাসিবুল রহমান ওই গ্রামের শামসুল হকের ছেলে।

জানা যায়, সমাজ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনকারী হাসিবুল ২০২০ সাল থেকে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখা শুরু করেন। তিনি রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া ছাড়াও এন্টিবায়োটিক, স্যালাইনসহ বিভিন্ন ওষুধ দিয়ে চিকিৎসা করতেন। এতে বহু রোগী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলী রাজিব নাছের, কালীগঞ্জ থানা পুলিশের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর