Logo

সারাদেশ

চট্টগ্রামে মাহফুজ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২০:৩৩

চট্টগ্রামে মাহফুজ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ইপিজেট থানার ২০২০ সালের মাহফুজুর রহমান (২৪) হত্যাকাণ্ডের মামলায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মাহফুজুর রহমানকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন তানভীর মুহম্মদ সজীব, মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ আহসান ইয়াসিন। ঘটনার পর নিহতের পিতা আব্দুর রহমান মামলা করেন। পরে মামলাটি র‍্যাব-৭-কে তদন্তের জন্য হস্তান্তর করা হয়। যৌথ তদন্তে প্রাপ্ত আলামত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালত, নিশাদুজ্জামানের আদালত সব প্রমাণ যাচাই শেষে রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশে তানভীর মুহম্মদ সজীব ও মোহাম্মদ হৃদয়কে ফাঁসির দণ্ড কার্যকর করার আদেশ দেন। এছাড়া, ২৫,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার নির্দেশ রয়েছে।

মোহাম্মদ আহসান ইয়াসিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আদালতের এডিশনাল পিপি এম এ এম আজাদ বলেন, ‘আজকে মাহফুজুর রহমান হত্যাকাণ্ড মামলার রায়ের দিন ধার্য ছিল। আদালত সকল আইনি প্রক্রিয়া মেনে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করেছেন।’

মাহফুজুর রহমানের পিতা আব্দুর রহমান বাংলাদেশকে জানান, ‘আমার সন্তানের খুনিদের ফাঁসির রায় হয়েছে। এই রায়ে আমি সন্তুষ্ট। আশা করি অতি-সত্বর এটি কার্যকর হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর