Logo

সারাদেশ

চকরিয়া উপজেলা বিএনপির নেতৃত্বে এনামুল-মোবারক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২১:০৭

চকরিয়া উপজেলা বিএনপির নেতৃত্বে এনামুল-মোবারক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলোত্তর দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

সাধারণ সম্পাদক পদে ২৩ আগস্ট এম মোবারক আলীর নাম ঘোষণা করা হলেও সভাপতি ও অন্যান্য পদ ঘোষণা করা হয়নি। মঙ্গলবার (২৬ আগস্ট) কক্সবাজার জেলা বিএনপি সভাপতি হিসেবে প্রবীন রাজনীতিক আলহাজ্ব এনামুল হকের নাম ঘোষণা করে, নেতাকর্মীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটানো হয়।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, ২৩ আগস্ট চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন একটি ঐতিহাসিক অনুষ্ঠান হিসেবে রেকর্ডে থাকবে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সম্মেলনোত্তর কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা আহ্বান করা হয়। সভাপতি পদে প্রার্থী হন আলহাজ্ব এনামুল হক, আলহাজ্ব মিজানুর রহমান খোকন মিয়া, আনসারুল ইসলাম বাবুল মিয়া, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, অধ্যক্ষ এস এম মঞ্জুর ও আবুতালেব চৌধুরী। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন এম মোবারক আলী, সাইফুল ইসলাম সাবু, ইব্রাহিম খলিল কাকন, সাংবাদিক ওমর আলী ও ডা. ফেরদৌস আহমদ।

প্রাথমিকভাবে সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে সমঝোতা তৈরি করেন আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ ও মীর হেলাল। সমর্থনের ভিত্তিতে এম মোবারক আলীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সভাপতি নির্বাচনে প্রার্থীদের মধ্যে সহমত না হওয়ায় সমস্যা দেখা দেয়। অবশেষে ২৬ আগস্ট বিকেল ৩টায় কক্সবাজার হোটেল শৈবালে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এড শামীম আরা স্বপ্না এবং দপ্তর সম্পাদক ইউসুফ বদরী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন। জেলা বিএনপি সমঝোতা করতে না পারায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ওপর।

সন্ধ্যায় ইউসুফ বদরীর মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে প্রবীন রাজনীতিক আলহাজ্ব এনামুল হককে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

ইমতিয়াজ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর