সমাজসেবা কার্যালয়ে অফিস চলাকালীন উত্তোলন হয়নি জাতীয় পতাকা!

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১২:১৮

ছবি : বাংলাদেশের খবর
বরিশালের সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে সরকারি কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অফিস চলাকালীন সময়ে পতাকা উত্তোলন না করায় দেশপ্রেমিক জনতা ও মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বাংলাদেশের খবরের ক্যামেরায় ধরা পড়ে, সমাজসেবা কার্যালয়ের ছাদে পতাকা উত্তোলনের নির্দিষ্ট লৌহদণ্ড স্থির থাকলেও তাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। অফিসের ভেতরে কর্মীরা স্বাভাবিকভাবে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
দেশপ্রেমিক সাধারণ মানুষ বলেন, ‘৩০ লাখ শহীদ এবং ৩ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা ও লাল-সবুজের পতাকা পেয়েছি। স্বাধীন দেশে সরকারি কার্যালয়ে পতাকা উত্তোলন না করা দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। এটি সরকারি কর্মকর্তাদের সম্পূর্ণ অবহেলার পরিচয়।’
মুক্তিযোদ্ধারা আরও বলেন, ‘যদি এমন গুরুত্বপূর্ণ সরকারি অফিসের কর্মকর্তারা পতাকা উত্তোলন না করেন, তবে নতুন প্রজন্ম কী শিক্ষা পাবে? অফিস চলাকালীন সময়ে যারা পতাকা উত্তোলন করেননি, তাদের কর্মকাণ্ড কি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তা তদন্ত করা উচিত।’
সমাজসেবা অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পিওন আইয়ুব বাংলাদেশের খবরকে জানান, ‘প্রতিদিন পতাকা উত্তোলন করা হয় না। শুধু বিশেষ দিনে কর্মকর্তাদের নির্দেশে পতাকা উত্তোলন করা হয়।’
এ কার্যালয়ের পরিচালক (উপসচিব) শাহ মো. রফিকুল ইসলাম জানান, ‘এ বিষয়টি আমি জানতাম না। এখন থেকে নিয়মিতভাবে প্রতিদিন পতাকা উত্তোলন করা হবে।’
বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন (যুগ্মসচিব) বলেন, ‘সকল কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। সরকারি নির্দেশনা অমান্য করলে দায়িত্বপ্রাপ্তের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, বাংলাদেশের পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত ২০২৩) অনুযায়ী সরকারি ভবনগুলোতে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। একই বিধিমালায় পতাকার সম্মান বজায় রাখার জন্য ২৬টি উপ-ধারায় নির্দেশনা রয়েছে।
গাজী আরিফুর রহমান/এমএইচএস