Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় ঔষধ ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৩:১৫

আলফাডাঙ্গায় ঔষধ ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

জীবন রক্ষাকারী ঔষধ ন্যায্যমূল্যে বিক্রিসহ সাধারণ ক্রেতাদের বিভিন্ন দাবির বিষয় নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় ঔষধ ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে ও উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি হারুনুর রশীদের পরিচালনায় বক্তব্য দেন, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মো. রোকনুজ্জামান, ফরিদপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি জাহিদুল ইসলাম, জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি মোস্তফা জামান জুয়েল, নির্বাহী সদস্য কাজল বাবু ও উপজেলা ফারিয়া'র সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব প্রমুখ। 

মতবিনিময় সভায় জীবন রক্ষাকারী ঔষধ ব্যবসায়ীদের কাছে সাধারণ ক্রেতাদের নিকট স্বল্পমূল্যে পণ্য বিক্রির জন্য অনুরোধ করা হয়। এসময় ব্যবসায়ীরা সরকার নির্ধারিত নিয়ম ও মূল্য তালিকা অনুসারে ক্রেতাদের কাছে নকল ও ভেজাল মুক্ত ঔষধ বিক্রির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপজেলায় যারা ঔষধ ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদেরকে সঠিক ও ভালো মানের ঔষধ বিক্রির আহবান জানানো হয়। চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি না করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করলে সেই সকল ব্যবসায়িদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয় প্রশাসন।

রাকিবুল/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর