Logo

সারাদেশ

প্রবাসী যুবকের উদ্যোগে পানিবন্দি দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সহায়তা

Icon

মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর)

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৩:২২

প্রবাসী যুবকের উদ্যোগে পানিবন্দি দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সহায়তা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর বেলবানা গ্রামে পানিবন্দি দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন আকাশ মিয়া নামে মরিশাস প্রবাসী এক যুবক।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার বানা মৌলভী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে পানিবন্দি ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে ৮০০ কেজি চাল বিতরণ করা হয়।

মরিশাস প্রবাসী আকাশ মিয়া আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাকির মিয়ার ছেলে। তিনি মরিশাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক।  

লাঠিতে ভর দিয়ে খাদ্য সহায়তা নিতে এসেছিলেন চর বেলবানা গ্রামের ৮০ বছরের বৃদ্ধা সাহেরা বেগম। এসময় তিনি বলেন, ‘গত একসপ্তাহ ধরে পানির মধ্যে বসবাস করছি। খুব অভাবের মধ্যে দিন কাটছে। আজ এখানে এসে চাল পেয়েছি। যা দিয়ে কয়েকদিন ভালোভাবে খেতে পারব।’

খাদ্য সহায়তা হাতে পেয়ে চর বেলবানা গ্রামের সাইফুর রহমানের (৭৫) কথাও একই রকম। তিনি বলেন, ‘পানিবন্দি থাকার কারণে খুব সমস্যায় ছিলাম। ঘরে খাবারের চাল ছিল না। এখানে এসে চাল পেলাম। আমার খুব উপকার হয়েছে। শুনেছি, আকাশ মিয়া নামে এক প্রবাসী আমার মতো পানিবন্দি দেড় শতাধিক পরিবারকে চাল দিয়েছেন। আমরা তার জন্য অনেক দোয়া করি।’

স্থানীয় ইউপি সদস্য মো. সোনা মিয়া বলেন, ‘আকাশ মিয়া নামে মরিশাস প্রবাসী এক ব্যক্তি আমার ওয়ার্ডের পানিবন্দি দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। তালিকা করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে তা পৌঁছে দেওয়া হয়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, মধুমতি নদীর অববাহিকার একটি গ্রামের নাম চর বেলবানা। চরাঞ্চলের এই গ্রামটিতে প্রায় দুইশ পরিবারের বসবাস। গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখানকার বাসিন্দারা। অধিকাংশকেই চলাফেরা করতে হয় বুক বা কোমর পানি ভেঙে। কিছু কিছু মানুষের ভরসা কলাগাছের ভেলা বা ডিঙি নৌকা। যোগাযোগ বিচ্ছিন্ন চর বেলবানা গ্রামের মানুষের বর্ষাকালে পানির সাথে যুদ্ধ করে জীবন ধারণ করতে হয়।

জানতে চাইলে মরিশাস প্রবাসী আকাশ মিয়া মুঠোফোনে বলেন, ‘চর বেলবানা গ্রামের পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দ্দশার বিষয়টি জানতে পারি। পরে সামাজিক দায়বদ্ধতা থেকেই পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

রাকিবুল/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর