আলফাডাঙ্গায় শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৩:২৮
-68aeb38fee3c6.png)
শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিষ্টাচার বিষয়ে অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষার্থে ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে কমপক্ষে তিন শতাধিক অভিভাবক অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। সমাবেশে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সাবেক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টায় একটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারে।
রাকিবুল/এইচকে