Logo

সারাদেশ

ফজলুর রহমানের বক্তব্যে বিব্রত বিএনপি

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৩:৪৪

ফজলুর রহমানের বক্তব্যে বিব্রত বিএনপি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : বাংলাদেশের খবর

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যে বিএনপি বিব্রত। তাই তাকে শোকজ করা হয়েছে। তিনি বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমাদের ত্যাগী মানুষ, সংগ্রামী মানুষ, তাকে আমরা সম্মান করি।’

বুধবার (২৭ আগস্ট) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, তিনি যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য। কিন্তু দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ করা যায় না। দলের নিয়ম ও শৃঙ্খলা অনুযায়ী বিষয়টি অনুধাবন করার প্রয়োজন ছিল। তার কিছু বক্তব্যে দল বিব্রত হয়েছে এবং জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এজন্য তাকে শোকজ করা হয়েছে। তিনি উত্তর দিয়েছেন, কিন্তু সেই উত্তরে দল সন্তুষ্ট নয়। ফলে তার দলীয় সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ফজলুর রহমানের প্রতি দলের এই সিদ্ধান্ত সকলকে একটি বার্তা দিচ্ছে—যে যাই হোক, যত বড় নেতাই হোক, দলের অবস্থানের বাইরে গিয়ে ব্যক্তিগত মতামত বা অবস্থান নিলে এর দায়ভার দল গ্রহণ করবে না।

সংবাদ সম্মেলনে আগামী শনিবার প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশ সম্পর্কে জানানো হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেওয়ার কথা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাডভোকেট এম. এ. হান্নান খান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ. কে. এম. এনায়েত উল্লাহ, যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদক, সহ-সভাপতি ড. অঞ্জন কুমার চিছাম, সুবাস চন্দ্র বর্মণ, সাংগঠনিক সম্পাদক বিন্যামিন আরেং, আইন বিষয়ক সম্পাদক বিপুল হাজং, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সিংহ প্রমুখ।

নাজমুস সাকিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি অ্যাডভোকেট ফজলুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর