কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৪:৩৫
-68aec346ab40c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
তিন দিনের ব্যবধানে কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে অজ্ঞাত একটি ব্যক্তির মরদেহ। চর ধূলাসার এলাকার ভাঙা নামক এলাকা থেকে সাগরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
মৃতদেহ কালো টি-শার্ট ও কালো হাফপ্যান্ট পরিহিত অবস্থায় পাওয়া গেছে। মরদেহের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি কয়েকদিন আগে সমুদ্রে নিখোঁজ কোন হতভাগা জেলের মরদেহ হতে পারে। এর আগে, ২৩ আগস্ট সৈকতের গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছিল।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরনে কালো গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।
ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন,`ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
জাকারিয়া জাহিদ/এআরএস