কুমিল্লায় ‘ভন্ড’ রাজার বাগে কার্যক্রম বন্ধে স্থানীয়দের আল্টিমেটাম

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৫:৩৪
-68aed10b55710.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা পূর্বপাড়া বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ‘ভন্ড’ রাজার বাগের আস্তানা বন্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে স্থানীয় ওলামায়ে কেরাম, ছাত্র জনতা ও এলাকার মানুষ এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
এসময় পাঁচ শতাধিক বিক্ষোভকারী কালীর বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে ধনুয়াখলা বাজারে এসে সমাবেশে অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘রাজার বাগী আস্তানা হবে না’, ‘রাজার বাগী আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘মুসলমানের একশন-ডাইরেক্ট একশন’ এবং "শিরিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও"।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ভন্ড রাজার বাগের কার্যক্রম গুটিয়ে নিতে প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেন। তারা হুশিয়ারি দিয়েছেন যে, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি ঘটলে তার দায়ভার সকলকে নিতে হবে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জামাতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, হেফাজতে ইসলাম মহানগরের আমীর মুফতি শামসুল ইসলাম জিলানী, কালীর বাজার ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সিআইপি, কুফর ও শিরক প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ আহমদ প্রমুখ।
এআরএস