Logo

সারাদেশ

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় জাল রুপীসহ পিতা-পুত্র আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৬:২৫

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় জাল রুপীসহ পিতা-পুত্র আটক

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় জাল রুপীসহ ওলিয়ার শেখ ও তার পুত্র আমান শেখকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে খোসালপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। তিনি জানান, আটককৃত ওলিয়ার শেখ (৩৭) বাগেরহাট জেলার কান্দাপাড়া বেশরগাতী গ্রামের শামসুল হকের ছেলে। তিনি ২০১৪ সাল থেকে ভারতের বিহারে বসবাস করছিলেন এবং সেখানকার স্থানীয় বস্তিতে দর্জির কাজ করতেন।

মুন্সী ইমদাদুর রহমান বলেন, ২০১৭ সালে ওলিয়ার শেখ ভারতের বিহার রাজ্যের আরাবিয়া থানার মুসলিম বস্তির বাসিন্দা মোছা. ববিয়াকে বিবাহ করেন। এ সময় তার ৫ বছর বয়সী পুত্র আমান শেখও সঙ্গে ছিলেন।

তিনি আরও জানান, খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর থেকে বাংলাদেশের ৯শ গজ ভিতর থেকে তাদের আটক করা হয়। ওলিয়ারের কাছে থেকে উদ্ধার করা তথ্য অনুযায়ী, বাগেরহাট সদর নিবাসী মারুফ নামের এক ব্যক্তির কাছ থেকে ভারতীয় ৫ লাখ চার হাজার জাল রুপি ৬০ হাজার টাকায় ক্রয় করেছিলেন তিনি।

আটককৃত পিতা-পুত্রকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুরহান উদ্দিন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর