Logo

সারাদেশ

খাগড়াছড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের অভিযান

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৬:৪১

খাগড়াছড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের অভিযান

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করেছে। বুধবার (২৭ আগস্ট) সকালে সদর উপজেলা কৃষি অফিসসহ খাগড়াছড়ি জেলা পরিষদে অভিযান পরিচালিত হয়।

রাঙ্গামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

তিনি সাংবাদিকদের জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বীজ, সার ও সরঞ্জাম বিতরণ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এবং ধান কাটার মেশিন বিতরণে অনিয়মের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই অভিযোগের সত্যতা যাচাই করতে অভিযান চালানো হচ্ছে। তদন্ত শেষে দুদক কমিশনের বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।'

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর