নালিতাবাড়ীতে কচুরিপানার ভেতর থেকে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৬:৪৭
-68aee25cad7e3.jpg)
ছবি : সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশে একটি নিচু জমির কচুরিপানার ভেতর থেকে মাইমুনা খাতুন নামে তেরো বছর বয়সী সপ্তম শ্রেণি পড়ুয়া কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরী ওই গ্রামের মফিজুল ইসলামের কন্যা এবং স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
নালিতাবাড়ী থানা জানায়, গত শনিবার দুপুরের পর থেকে বাড়ি থেকে নিখোঁজ হয় মাইমুনা খাতুন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রোববার থানায় সাধারণ ডায়েরি করেন।
মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে একটি নিচু জমি থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা সেখানে গেলে কচুরিপানার ভেতরে কিশোরীর অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাত্ক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত কাজ চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।’
শাহরিয়ার শাকির/এআরএস