Logo

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৪৮ কেজি পোনা মাছ অবমুক্ত

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৬:৫৯

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৪৮ কেজি পোনা মাছ অবমুক্ত

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন জলাশয়ে ৩৪৮ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে জেলা মৎস্য কর্মকর্তা ড. কে.এম আব্দুল হালিম এবং তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু ৩০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, বিজিবি সদস্য, উপজেলা বিএনপির মৎস্যজীবি দলের সভাপতি আশিক ইকবাল, যুগ্ম সম্পাদক কুরবান আলীসহ বিভিন্ন সমিতির মৎস্য চাষিবৃন্দ।

মৎস্য কার্যালয় জানিয়েছে, তেঁতুলিয়া উপজেলার ২২টি জলাশয়ে মোট ৩৪৮.৩৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে উপজেলা পরিষদের পুকুরে ৩০ কেজি, তিরনইহাট ইউনিয়ন পরিষদের পুকুরে ৩০ কেজি এবং শালবাহান ইউনিয়ন পরিষদের পুকুরে ১৭ কেজি সহ অন্যান্য ২২টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা ড. কে.এম আব্দুল হালিম বলেন, ‘আজ আমরা তেঁতুলিয়ার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেছি। এখানকার মৎস্য কর্মকর্তারা যথাযথ দায়িত্ব পালন করেছেন। মৎস্য উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া শিক্ষিত ও বেকার তরুণরা মৎস্য চাষে এগিয়ে এলে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।’

দোয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর