চাচির বটির কোপে বিশেষ অঙ্গ হারালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৮:৩৪
-68aefb6f420ea.png)
ঝিনাইদহের শৈলকুপায় পরকীয়া প্রেমের জেরে সংঘটিত রক্তাক্ত ঘটনায় কেঁপে উঠেছে হরিহরা গ্রাম। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শৈলকুপা ডিগ্রি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক সজল হোসেন (৩০) গোপনাঙ্গ কর্তনের শিকার হয়েছেন। অভিযুক্ত তার চাচাতো চাচি কল্পনা খাতুন (২৭), দুই সন্তানের মা ও গার্মেন্টস কর্মী সাজ্জাদ হোসেনের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কল্পনা খাতুন ও ভাতিজা সজলের মধ্যে পরকীয়া প্রেম চলছিল। বিষয়টি জানাজানি হলে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে ওই গৃহবধূর। পরে তাকে বিয়ের জন্য চাপ দেন কল্পনা, তবে বিয়ে করতে রাজি হননি সজল। এ ঘটনা সালিশ ও থানা পুলিশ পর্যন্ত গড়ালেও সমাধান মেলেনি। পরবর্তীতে আবারও আগের স্বামীর সঙ্গে পুনর্বিবাহ করেন কল্পনা। অন্যদিকে ছয় মাস আগে বিয়ে করেন সজল।
গ্রামবাসীর দাবি, সম্পর্ক ছিন্ন হলেও সম্প্রতি আবার ঘনিষ্ঠ হয়ে ওঠেন দু’জন। মঙ্গলবার রাতে কল্পনার বাড়িতে গেলে বটির কোপে সজলের গোপনাঙ্গ কর্তন করেন কল্পনা। আহত সজল পালিয়ে চিকিৎসকের কাছে যান।
অভিযুক্ত কল্পনা খাতুন জানান, ‘বিচ্ছেদের পর আমাদের কোনো সম্পর্ক ছিল না। সজল জোর করে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করছিল। নিজেকে বাঁচাতেই বটি চালিয়েছি।’
কল্পনার স্বামী সাজ্জাদ হোসেনের অভিযোগ, ভাতিজা জোর করে তার স্ত্রীর উপর হামলার চেষ্টা করেছিল।
তবে সজল দাবি করেন, কল্পনার কাছে থাকা ঘনিষ্ঠ ছবির কারণে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছিলেন তিনি। ‘আমার সংসার ভাঙার জন্য ফাঁদে ফেলে এমন ঘটনা ঘটানো হয়েছে,’ বলেন সজল।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বাংলাদেশের খবরকে বলেন, ‘এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এম বুরহান উদ্দীন/আইএইচ