ক্লিনারের বিয়েতে সহায়তা দিলেন নারায়ণগঞ্জের ডিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:১৭
-68af056c5d04d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ধমগঞ্জ গ্রামের বাসিন্দা পরিচ্ছন্নকর্মী মো. শাহাবুদ্দিন জীবিকার তাগিদে নারায়ণগঞ্জ সদরে ক্লিনার হিসেবে কাজ করেন। তার তিন কন্যা ও এক পুত্রের মধ্যে কনিষ্ঠ সন্তান পুত্র। বড় মেয়ে মোসা. খুকির বয়স ১৯ বছর। আগামী ২৯ আগস্ট তার বিয়ের আয়োজন করা হয়েছে।
বরপক্ষের ৫০ জন অতিথিকে আপ্যায়নের খরচ বহন করা এই স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের পক্ষে সম্ভব হচ্ছিল না। অসহায় অবস্থায় তিনি আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়ার কাছে আর্থিক সহায়তার আবেদন করেন।
আবেদন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক শাহাবুদ্দিনকে কার্যালয়ে ডেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। চেক পাওয়ার পর আবেগাপ্লুত শাহাবুদ্দিন বলেন, ‘আমি একজন সুইপার মানুষ। কিন্তু ডিসি স্যারের রুমে ঢোকার আগেই উনি আমাকে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করেছেন। উনার ব্যবহারে আমার অন্তরটা ভরে গেছে।’
এআরএস