ফরিদপুরে শ্রী শ্রী গণেশ পূজা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:৪০
-68af0ace61bf5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরে মহাশক্তি, বিজ্ঞানশক্তি, সিদ্ধিদাতা ও কল্যাণকামী শ্রী গণেশের পূণ্যতিথি উপলক্ষে আয়োজন করা হয়েছে শ্রী শ্রী গণেশ পূজা ২০২৫।
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখার আয়োজনে বুধবার ২৭ আগস্ট থেকে আগামীকাল ২৮ আগস্ট পর্যন্ত ফরিদপুর শহরের গোয়ালচামট ১ নং সড়কের পাশে মন্দির সংলগ্ন এলাকায় চলবে এই পূজা।
আয়োজক কমিটি জানিয়েছে, গণেশ পূজার মাধ্যমে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সার্বজনীন সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি জ্ঞান, বুদ্ধি ও কাম্যসাধন সহজ হয় এবং সমাজে সুশৃঙ্খলতা আসে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ৮টায় পূজারম্ভ, সকাল ১০টায় পূজা সমাপন, দুপুর ২টায় প্রসাদ বিতরণ, বিকেল ৫-৭টায় চিত্রাংকন প্রতিযোগিতা, সন্ধ্যা ৭-৭.৩০টায় আরতি এবং রাত ৭.৩০-৯.৩০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
২৮ আগস্ট, বৃহস্পতিবার শুভযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে বিসর্জনের মধ্য দিয়ে পূজার আয়োজন সমাপ্ত হবে।
অপূর্ব অসীম/এআরএস