সন্তানদের নির্যাতনে ৮৪ বছর বয়সী বৃদ্ধার মানবেতর জীবনযাপন

মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:৫৩
-68af0df3cd482.jpg)
ছবি : বাংলাদেশের খবর
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের ৮৪ বছর বয়সী বিধবা আশুরা বেগম মানবেতর জীবন যাপন করছেন। তিন সন্তানের জননী হলেও সন্তানরা বৃদ্ধার দেখাশোনা করছেন না।
আশুরা জানান, সন্তানরা তাকে ভরণপোষণ দিচ্ছেন না, স্বামীর সম্পত্তিতে ঘরে থাকার সুযোগ দিচ্ছেন না এবং শারীরিকভাবে নির্যাতন করছেন। প্রতিবন্ধী বোনের কথাও তারা ভাবছেন না।
আশুরা বেগমের অভিযোগ, তিনি দু’মুঠো ভাত এবং নিজের চিকিৎসার খরচের জন্য সন্তানদের দ্বারে দ্বারে হন্যে ঘুরছেন। স্থানীয় প্রতিবেশীরা জানিয়েছেন, আশুরা ঘরের বারান্দা বা খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছেন। সহোদর ভাইরা, যদিও দরিদ্র, বৃদ্ধা বোনের দেখাশোনার জন্য নিজেদের অর্থায়নে ঘর নির্মাণের চেষ্টা করেছেন। তবে সন্তানরা তা বাধাগ্রস্ত ও মারধরের মাধ্যমে প্রতিহত করেছেন।
আশুরার দুই ভাই কবির ও মুমিন জানান, ‘গেল শনিবার আমরা বোনের বাড়িতে গিয়ে তার জমিতে একটি বসত ঘর নির্মাণের চেষ্টা করলে আশুরার ছেলে ইউনুছ, তার স্ত্রী কহিনুর, ছেলে পিয়াস ও বোনের অপর ছেলে দেলেয় দেশীয় অস্ত্র হাতে আমাদের ওপর আক্রমণ চালায়। ভয়ে আমরা সেখান থেকে চলে আসি।’
বিধবা আশুরা বেগম বলেন, ‘৩০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর নিজের সামর্থ্য অনুযায়ী জীবন যাপন করেছি। এখন বয়স ৮৪। সন্তানরা ভরণপোষণ দেয় না, ঘরে থাকার জায়গা দেয় না, মারধর করে। আমার ভাইরা যদি আমাদের জন্য ঘর নির্মাণ করেন, তারা তা বাধা দেয়। এখন আমরা অন্যের বারান্দা বা পাকের ঘরে থাকতে বাধ্য।’
বৃদ্ধা আশুরা বর্তমানে বিচারপ্রার্থী হিসেবে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন।
এআরএস