Logo

সারাদেশ

পারকি সৈকত ও পর্যটন কমপ্লেক্স পরিদর্শন করলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২০:১০

পারকি সৈকত ও পর্যটন কমপ্লেক্স পরিদর্শন করলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত ও নির্মাণাধীন পারকি পর্যটন কমপ্লেক্সের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় তিনি সৈকত এলাকায় পৌঁছে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সৈকতের সৌন্দর্য বৃদ্ধি, রাস্তা-ঘাট সংস্কারকাজ এবং সরকারি পর্যটন কমপ্লেক্স এলাকায় চলমান নির্মাণ তদারকি করেন। পরে নতুন পর্যটন কমপ্লেক্সের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সম্ভাব্য সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ বশিরউদ্দীন বলেন, ‘কাজের মান খতিয়ে দেখেছি। কিছু জায়গায় সমস্যা থাকলেও দ্রুত সমাধান নেওয়া হবে। দুই সপ্তাহের মধ্যে একটি বাংলো সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি এখানে স্থায়ী প্রতিনিধি দায়িত্ব পালন করেন, প্রকল্পের কাজ আরও দ্রুতগতি পাবে।’

তিনি আরও জানান, সৈকত এলাকায় ঝাউবাগান ধ্বংসের বিষয়টিও নজরে এসেছে। ‘আমরা এটি নোট করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি আলোচনা হবে।’

উল্লেখ্য, পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে কাজের গতি মন্থর। এ অবস্থায় প্রকল্পে গতি আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন উপদেষ্টা। পরিদর্শনে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা। বেলা ১২টার দিকে পরিদর্শন শেষে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।

এস এম সালাহউদ্দিন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর