সিলেটে পাথর লুটপাট : মন্ত্রীপরিষদের তদন্ত কমিটির গণশুনানি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২০:১৫
-68af12e50ba7a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সিলেটে পাথর লুটপাটের ঘটনায় মন্ত্রীপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি বুধবার (২৭ আগস্ট) সিলেট সার্কিট হাউজে গণশুনানি করেছে। দুপুরে শুরু হওয়া শুনানি বিকাল সাড়ে ৩টার দিকে শেষ হয়।
শুনানি শেষে কমিটির আহ্বায়ক জাহেদা পারভীন সাংবাদিকদের বলেন, ‘আমাদের কমিটি মূলত দুইটি বিষয় নিয়ে কাজ করছে। এর মধ্যে একটি হচ্ছে—কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল কি-না এবং অপরটি হচ্ছে—এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা। তদন্ত এখনও চলমান রয়েছে এবং আমরা ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেব।’
জাহেদা পারভীন আরও বলেন, ‘গণশুনানির সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত সাদাপাথরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য নানা পরামর্শও গ্রহণ করা হয়েছে।’
গণশুনানিতে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা-উপজেলা ও পুলিশ প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া পরিবেশবাদী সংগঠন, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি এবং সাংবাদিক নেতারাও নিজেদের বক্তব্য তুলে ধরেন।
ডালিম/এআরএস