বরিশালে হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহি আটক

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৩:২৪

ছবি : সংগৃহীত
বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকা ওই টিকটকার মাহিয়া মাহি ও তার পুরুষ সঙ্গীকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও এক তরুণীকেও আটক করা হয়েছে।
স্বামী-স্ত্রী পরিচয় দিলেও মাহিয়া মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসা হয়েছে।
ওসি মিজানুর রহমান বলেন, ‘হোটেল রোদেলা থেকে দুজন তরুণী ও একজন পুরুষকে থানায় আনা হয়েছে। এর মধ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
এআরএস