Logo

সারাদেশ

আশুলিয়ায় ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার, নারীসহ আটক ২

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৩:২৯

আশুলিয়ায় ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার, নারীসহ আটক ২

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে চার লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে আমবাগান এলাকার মিজানুর রহমানের ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) এবং ডেন্ডাবর এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। সানজিদা ওই ভাড়া বাড়িতে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে সানজিদার বাসা থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় সানজিদা ও সাদ্দাম হোসেনকে আটক করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ‘রাতে চার লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর