আলফাডাঙ্গায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৩:৪০
-68b007f58b91f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রথমবারের মতো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) উপজেলার চরডাঙ্গা মর্নিং স্টার একাডেমির মাঠে কোকো স্মৃতি সংসদের আয়োজনে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ফুটবলপ্রেমীদের উপচেপড়া ভিড় ছিল মাঠের চারপাশে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা হাসিবুল হাসান হাসিব।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কোকো স্মৃতি সংসদের উপজেলা শাখার সভাপতি নেয়ামত হোসেন পারভেজ এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাদি হাসান। ধারাভাষ্যে ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত বিশ্বাস।
ফাইনাল ম্যাচে আলফাডাঙ্গা পৌরসভার বাঁকাইল ফুটবল একাদশ ৪-১ গোলে টগরবন্দ ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে স্মার্ট টিভি এবং রানার-আপ দলের হাতে মোবাইল ফোন তুলে দেন অতিথিরা।
রাকিবুল/এআরএস