Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৩:৪৬

মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামে নিখোঁজের একদিন পর ফয়সাল ঢালী (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকাল ৭টার দিকে ইজিবাইক নিয়ে বের হয় ফয়সাল। দুপুরে বাড়ি ফিরে দ্বিতীয় দফায় ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হলেও আর ফেরেনি। বিকেল ৩টার দিকে ফুলতলা রোডের পাশে তার ইজিবাইক দেখতে পায় ছোট ভাই। খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে সেদিনই নিহতের মা ফাতেমা বেগম মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২১৯৯, তারিখ ২৭-০৮-২০২৫) করেন।

সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলের পাশের একটি ঝোপে ইজিবাইকের একটি ব্যাটারি পাওয়া যায়। মোট চারটি ব্যাটারি থাকলেও নিখোঁজ ছিল তিনটি। এরপরও ফয়সালের কোনো খোঁজ মেলেনি।

অবশেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে একই স্থানের পানিতে ডুবন্ত অবস্থায় ফয়সালের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবার দাবি করেছে, ফয়সালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইজিবাইক ও মরদেহ একই স্থানে পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আবু সাঈদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর