Logo

সারাদেশ

শিবগঞ্জে জালনোটসহ যুবক গ্রেপ্তার

Icon

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৩:৪৯

শিবগঞ্জে জালনোটসহ যুবক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে সাত লাখ টাকার জালনোটসহ রিয়াজুল ইসলাম (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি স্কুল ব্যাগে রাখা এক হাজার চারশতটি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য প্রায় সাত লাখ টাকা।

গ্রেপ্তার রিয়াজুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজাহারট থানার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নুসরাত জাহান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর