জাতীয় পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের বুশরা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৪:১২
-68b00f50d8534.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আল খায়ের ফাউন্ডেশন আয়োজিত জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাউফলের কৃতি শিক্ষার্থী বুশরা ইসলাম নাজিফা (১২)। তিনি বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
গত ২৪ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান কেনারি পার্কে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সারা দেশের অংশগ্রহণকারীদের মধ্যে বুশরা নাজিফা জাতীয় পর্যায়ে শীর্ষ স্থান অধিকার করে।
বুশরার বাবা হাফেজ মো. বেল্লাল হোসেন কপূরকাঠি মহাম্মাদিয়া হাফেজি মাদরাসায় শিক্ষকতা করেন। তাদের বাড়ি বাউফল পৌরসভার ৮নং ওয়ার্ড, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ রোড এলাকায়। জাতীয় পর্যায়ে সাফল্যের পর বুশরা আগামীতে কাতারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নেবে।
ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বুশরার এ কৃতিত্ব বাউফল এবং সমগ্র জাতির জন্য গর্বের বিষয়। আন্তর্জাতিক অঙ্গনেও সে প্রথম স্থান অর্জন করুক, এ কামনা করি।’
বুশরা ইসলাম নাজিফা বলেন, ‘আমি কুরআন তেলাওয়াতে বরিশাল, পটুয়াখালী, বাউফল এবং ঢাকায় প্রথম হয়েছি। এখন কাতারে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, তিনি আমাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করবেন। আমি বড় হয়ে তার মতো সমাজসেবক হতে চাই।’
বুশরার সাফল্যে কৃতজ্ঞতা জানাতে বুধবার (২৭ আগস্ট) বিকেলে ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে বাউফলের স্থানীয় নেতৃবৃন্দ তার বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার বাউফল উপজেলা সভানেত্রী মোসা. সানজিদা আক্তার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, অফিস সম্পাদক মো. জুবায়ের, বাংলাদেশ জামায়াতে ইসলামের বাউফল উপজেলা বাইতুল মাল সম্পাদক মাওলানা মহমুদুল্লাহ, বাউফল পৌরসভার আমীর মাওলানা সেলিমুর রহমানসহ অন্যান্যরা।
আরিফুল ইসলাম সাগর/এআরএস