Logo

সারাদেশ

পঞ্চগড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা, যুবক আটক

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৪:১৫

পঞ্চগড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা, যুবক আটক

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টাকালে সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাংকের ভেতর থেকে তাকে ডাকাতির সরঞ্জামসহ আটক করা হয়।

আটককৃত যুবক একই উপজেলার সারাপিগছ এলাকার বাসিন্দা।

নাইটগার্ডের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের খাবারের জন্য ব্যাংকের নিচ তলায় নামার সময় তিনি ভেতরে আলো জ্বলতে এবং অস্বাভাবিক শব্দ শুনতে পান।

বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের সাহায্য কামনা করেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে হাতেনাতে ধরা হয়। এ সময় তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসকে দোয়েল/এআরএস



প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর