Logo

সারাদেশ

বাগেরহাটে সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৪:২৬

বাগেরহাটে সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কা

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের সাইনবোর্ড-শরণখোলা-বগী আঞ্চলিক মহাসড়কের প্রায় ১৬ কিলোমিটার অংশের বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এবং প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন চলাচলকারীরা।

স্থানীয়রা অভিযোগ করেন, আমড়াগাছিয়া কাঠেরপুল থেকে তাফালবাড়ী শাম বেপারীর বাড়ি ব্রিজ পর্যন্ত অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫০টির বেশি দূরপাল্লার বাস ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বেনাপোল রুটে চলাচল করে।

এছাড়া অসংখ্য পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও স্থানীয় পরিবহন যাতায়াত করে। সড়কের ভাঙাচোরা খণ্ডগুলোর কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে চালকদের।

সড়কটির মোট দৈর্ঘ্য ৫২ কিলোমিটার। এর মধ্যে ২৪ ফুট প্রশস্ত ১৯ কিলোমিটার, ১৮ ফুট প্রশস্ত ১৭ কিলোমিটার এবং ১২ ফুট প্রশস্ত ১৭ কিলোমিটার। চালকরা জানান, সরু ও ভাঙাচোরা রাস্তায় চলাচল অনিরাপদ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা শাহিন হাওলাদার বলেন, ‘দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কে চলাচল দুরূহ হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টির সময় খানাখন্দে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। দ্রুত প্রশস্তকরণ ও সংস্কারের দাবি জানাই।’

দূরপাল্লা বাসের চালক তাইজুল জানান, ‘বড় গর্তে গাড়ির চাকা আটকে যায়, সাইড দিতে গিয়ে গাছের ডালে বাসের ছাদ বেধে যায়। গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। এক কথায়, সড়ক চলাচলের উপযোগী নয়।’

শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন বলেন, ‘সুন্দরবনে দর্শনার্থীদের আগমনের মৌসুম শুরু হওয়ার আগে সড়ক সংস্কার ও প্রশস্ত করা জরুরি। তা না হলে পর্যটকদের ভোগান্তি বাড়বে। প্রতিনিয়ত দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।’

প্রবাসী জামাল নুর বলেন, ‘সড়কে চলাচল অনুপযোগী। একদিকে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, অন্যদিকে যাত্রীরা ভোগান্তি ভোগ করছেন। সড়ক সংস্কার ও প্রশস্তকরণের দাবি জানাচ্ছি।’

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদিপ্ত কুমার সিংহ বলেন, ‘সড়কের বেহাল দশার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।’

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, ‘দরপত্র আহ্বানের মাধ্যমে শীঘ্রই সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু করা হবে।’

শেখ আবু তালেব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর