Logo

সারাদেশ

ফরিদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বঞ্চনার প্রতিবাদে মানববন্ধন

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৫:১৩

ফরিদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বঞ্চনার প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুর সদর উপজেলার সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বিক্ষোভকারীরা বলেন, ‘সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।

তারা অভিযোগ করেছেন, সরকারি অনুমোদিত প্রকল্পের অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও তা এখনো তাদের হাতে পৌঁছায়নি। এই কারণে তাদের জীবনমান উন্নয়নের পথ আরও কঠিন হয়ে উঠেছে।

প্রতিবাদকারীরা ‘আমাদের দাবী, মানতে হবে’—এই শ্লোগান সংবলিত ব্যানার হাতে শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন।

এ সময় অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, ‘সরকার উন্নয়নের কথা বললেও বাস্তবে আমরা অবহেলিতই থেকে যাচ্ছি। এই অর্থ ছাড়া আমাদের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে।’

অপূর্ব অসীম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর