Logo

সারাদেশ

অক্টোবরেই কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে : বাণিজ্য উপদেষ্টা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৫:২৫

অক্টোবরেই কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে : বাণিজ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। এ লক্ষ্যে দ্রুতগতিতে নির্মাণ কাজ এগিয়ে চলছে এবং আন্তর্জাতিক টার্মিনাল ভবনের ৮০ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সফরের শুরুতে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর আন্তর্জাতিক টার্মিনাল ভবনের কাজ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে একটি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। পরে ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হবে। যাত্রীদের জন্য টিকিটের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ বশিরউদ্দিন বিমানবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর