ঝিনাইগাতীতে সাংবাদিক হয়রানি বন্ধ ও মাদক দমনে কঠোর পদক্ষেপের আহ্বান

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৫:৪১
-68b0243adb42e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিক হয়রানি ও মাদক পাচার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মো. আশরাফুল আলম রাসেল। সভায় দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক এস. কে. সাত্তার ও যায়যায়দিন প্রতিনিধি গোলাম রব্বানী টিটু সাংবাদিকদের মিথ্যা মামলায় হয়রানি বন্ধ এবং সীমান্ত এলাকায় মাদক দমন কার্যক্রম জোরদারের দাবি জানান।
সভায় আরও বক্তব্য রাখেন নকশী বিওপির ইনচার্জ আ. লতিফ, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ), সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সরোয়ার আলম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল হাসেম এবং ঝিনাইগাতী তিনআনি আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ও কমিটির সদস্য সচিব মো. আল আমিন সভায় উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের চলমান উদ্যোগ তুলে ধরেন।
সভায় সাংবাদিক হয়রানি বন্ধ, মাদক দমন কার্যক্রম জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, কিছুদিন আগে ‘দৈনিক বাংলাদেশের খবর’র ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি শান্ত শিফাতকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছিল। এ ধরনের ঘটনা সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।
এআরএস