বরিশালে অবৈধ সিগারেট-বিড়ির বিরুদ্ধে কাস্টমসের অভিযান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:২৮
-68b0598b0f560.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শুল্ক ও কর ফাঁকি দিয়ে আমদানিকৃত সিগারেট ও বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বরিশাল সার্কেল-২।
বুধবার (২৭ আগস্ট) গৌরনদীর টরকী বন্দরের হিরালাল বণিক, তমাল স্টোর ও বিসমিল্লাহ স্টোরসহ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়।
হিরালাল বণিকের দোকানের দোতলার টিনের চালের কার্নিশ থেকে জাল স্ট্যাম্পযুক্ত হলিউড ব্র্যান্ডের ৩ হাজার ৬০০ শলাকা সিগারেট এবং জাল ব্যান্ডরোলযুক্ত ৯ হাজার ৭৫০ শলাকা আকিজ বিড়ি জব্দ করা হয়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, ‘এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। শুল্ক ফাঁকি দেওয়া পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
এআরএস