Logo

সারাদেশ

খুলনায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:৩১

খুলনায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী

ছবি : বাংলাদেশের খবর

খুলনায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) খুলনা জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো: আরিফুল ইসলাম ভূঁইয়ার তত্ত্বাবধানে ও কো-অর্ডিনেটর মো: মাসুম বিল্লাহর পরিচালনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

১ম অধিবেশনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মাওলানা আবুল কালাম আযাদ। প্রধান আলোচক ছিলেন ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।

২য় অধিবেশনে সভাপতিত্ব করেন ডিরেক্টর ও খুলনা জোন ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন সিদ্দিকীয়া জামেয়া-ই মাদানীয়া ট্রাস্টের চেয়ারম্যান শামীম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন বিএল কলেজের সাবেক বিভাগীয় প্রধান আ ন ম আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, বক্তৃতা, কবিতা, আবৃত্তি ও অভিনয় প্রদর্শন করে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, ওলামায়ে কেরাম, সমাজসেবক, ডাক্তার, ব্যাংকার, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও অভিভাবক উপস্থিত ছিলেন।

তরিকুল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর