পাবনায় জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:৫৫
-68b05fe4285d9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
২৪ জুলাই আন্দোলনের ছাত্র হত্যার সঙ্গে জড়িত চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দ্রুততম সময়ে দৃশ্যমান বিচার দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পাবনার সাবেক ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ আহ্বায়ক বরকোতুল্লাহ ফাহাদ মানববন্ধনে বলেন, ‘জাহিদ ও নিলয় হত্যাকাণ্ডে যারা জড়িত, আমাদের অসংখ্য ভাইদের গুলি করেছে, আহত করেছে, পঙ্গুত্ব বরণ করিয়েছে—যদি তাদের অবিলম্বে গ্রেপ্তার না করা হয়, আমরা পাবনার পুলিশ সুপারকে শাড়ি ও চুরি উপহার দেব।’
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পাবনা শহরের ব্যস্ততম আব্দুল হামিদ সড়কের শহিদ চত্বরে ‘জুলাই আন্দোলনে ছাত্র জনতা’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরকোতুল্লাহ ফাহাদ আরও বলেন, ‘কারো নাম যদি ছাত্র হত্যা মামলা থেকে বাদ দেওয়া হয়, তাহলে পাবনার প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী ছাত-জনতার মুখোমুখি হবে। আমরা পুলিশের স্পেশাল বাহিনী গঠন ও স্পেশাল অভিযান পরিচালনার মাধ্যমে এদের আটক করার আহবান জানাচ্ছি। এদের দ্রুত বিচার করে ছাত্র-জনতার কাঙ্খিত আশা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে এছাড়াও বক্তব্য দেন এস এম হাবিবুল্লাহ, মামুন আল হাসান, আসিফ আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ করিম তন্ময়, সাদিয়া কুদ্দুস এবং এস এম কিবরিয়া সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ‘আজ আমরা যেখানে দাঁড়িয়েছি, সেই জায়গাতেই আমাদের চোখের সামনে সন্ত্রাসীরা প্রিয় জাহিদ ও নিলয় ভাইকে হত্যা করেছে। সেই দৃশ্যের ভিডিও ফুটেজ এখনও আছে। তবে বর্তমান প্রশাসন কেন সেগুলো শনাক্ত করে ব্যবস্থা নিচ্ছে না, আমরা হতাশ।’
শফিক আল কামাল/এআরএস