গাইবান্ধায় উৎসবমুখর নৌকা বাইচ ফাইনাল, চ্যাম্পিয়ন গণতরী দল

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:০৬
-68b0626da95d9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উজান বোচাগাড়ী যুব সংঘের আয়োজনে এই নৌকা বাইচ ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় চার জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৬টি নৌকা অংশ নেয়। নদীর তীর ঘেঁষে হাজারো মানুষ উৎসবের আমেজে নৌকা বাইচ উপভোগ করেন। ঢাক-ঢোলের রণধ্বনি পুরো এলাকা মুখরিত করে তোলে।
প্রতিযোগিতার শেষ মুহূর্তে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর গণতরী দল চ্যাম্পিয়ন এবং মায়ের দোয়া দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ীদের হাতে মোটরসাইকেলসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন এ বি এম নুরুল আক্তার মজনু, রুহুল কুদ্দুস সুজা, আশানুর রহমান আকন্দ, আব্দুর রাজ্জাক মিয়া, জহুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম লাল সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, ‘গ্রামীণ ঐতিহ্যবাহী এ ধরনের খেলাধুলা গ্রামীণ সংস্কৃতিকে জাগ্রত রাখে এবং তরুণ প্রজন্মকে বিনোদনের পাশাপাশি ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করে। নৌকা বাইচ শুধু একটি খেলা নয়; এটি আমাদের গ্রামীণ ঐতিহ্য ও আনন্দ-উৎসবের প্রতীক।’
এআরএস