চট্টগ্রামে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আহত ৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১১:০৩

চট্টগ্রামে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত। ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। এ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ ছৈয়দ (৫০) ও যাত্রী মোহাম্মদ আব্দুল আলিম (৩৪) গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত দে জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ ছৈয়দকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইমরান হোসেন মুন্না/এমবি