
ঘোড়াশাল পলাশ যৌথ উদ্যোক্তা গ্রুপের উদ্যোগে আজ শুক্রবার সকলে স্থানীয় উদ্যোক্তাদের জন্য দুই দিনব্যাপী ‘আমাদের স্বপ্ন উদ্যোক্তা মেলা’ উদ্বোধন করা হয়েছে। মেলা চলবে আগামীকাল ৩০ আগস্ট (শনিবার) রাত ১০টা পর্যন্ত। পলাশ বাজার এলাকায় পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়ে মেলাটি আয়োজন করা হয়েছে।
মেলায় মোট ৩০টি স্টলে হোমমেড খাবার, কাপড়, হ্যান্ডমেড জুয়েলারি, কসমেটিক এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ থানার সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান।
ঘোড়াশাল পলাশ যৌথ উদ্যোক্তা গ্রুপের এডমিন আইরিন পম্পি জানান, মেলার মূল উদ্দেশ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের পণ্য পরিচিতি ও প্রচার বৃদ্ধি করা। তিনি আরও জানান, এখন থেকে প্রতি মাসে নিয়মিতভাবে এই মেলা আয়োজন করা হবে, যাতে উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ পেতে পারেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ মার্চ এই অঞ্চলের প্রথম উদ্যোক্তা মেলার আয়োজন করেছিলেন আইরিন পম্পি, যা স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছিল।
এমএইচএস